তবে তার সিঁথিতে ওঠেনি কোন দিন সিঁদুর ।। কবিতা ।।


সোমবার,০৯/১২/২০১৯
2682

।। কবিতা ।।

তবে তার সিঁথিতে ওঠেনি কোন দিন সিঁদুর

জ্যোৎস্না দত্ত

আবার দেখা হলো বছর কুড়ি পরে
দুজনার দুজনের সাথে কোন এক চলার পথে
দুজনেই যেন অদ্ভুত ভাবে দুজন দুজনের চোখ পানে চেয়ে রইল অনেকক্ষণ
মেয়েটায় প্রথমে বলল
কি রে, কেমন আছিস? কবে আসলি?
তোর চুল গুলো তো সব সাদা হয়ে গেছে?
কবে সেই বলে গেছিস আমার জন্য অপেক্ষা করিস….
ফিরব আমি তোরই জন্য
তুই হবি আমার জীবনের প্রথম নারী।
জানিস আমি তোরই জন্য সেই থেকে এখনও অপেক্ষা করে আছি….
ছেলেটি থামিয়ে দিয়ে বলল এই তো পুজোতেই এলাম।
তোর চুলও তো সাদা হয়ে গেছে?
তুই কেমন আছিস?
আজ তো বিসর্জন, তুই মাকে সিঁদুর পরাতে যাস নি?
কথার মাঝেই এক সুন্দরী রমনী এসে দাঁড়াল ছেলেটির পাশে
তার সিঁথিতে, গালে, গলায়, কপালে সিঁদুরে ভরা….
ছেলেটি বলল, এই দেখ এইটি আমার স্ত্রী
মেয়েটি কোন জবাব দিতে পারল না।
শুধু একটু হেসে বলল……
আজ আসি, তোরা ভাল থাকিস।
মেয়েটি প্রতি বছর সিঁদুর খেলত ঠিকই
সবাই ওকে মাখাতও,
তবে গালে গলায় হাতে…. কখনও সিঁথিতে ওকে কেউ মাখায়নি।
এমন করেই প্রতিবছর সিঁদুর খেলত মেয়েটি….
তবে তার সিঁথিতে ওঠেনি কোন দিন সিঁদুর।।

জ্যোৎস্না দত্ত

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট