পেঁয়াজ ও সবজির দাম অগ্নিমূল্য। এই অগ্নিমূল্যের ফলে সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়েছেন। বাজারের ব্যাগ হাতে বাজারে গিয়ে গৃহস্থের ঘাম ছোটার জোগাড়। মূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের বৈঠক হয় বেশ কয়েক দফায়। টাস্কফোর্সের সদস্যরা শহরের বিভিন্ন বাজার খতিয়ে দেখতে মাঠেও নামেন। কিন্তু দাম কমার কোন লক্ষনই দেখা যাচ্ছে না। পরিস্থিতি চরম বেকায়দায় দেখে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মাঠে নামলেন। সোমবার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজারে পৌঁছে যান। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। কোন সবজির কত দাম তাও তিনি জিজ্ঞাসা করেন বিক্রেতাদের কাছ থেকে। দাম কি একই রকম আছে না কমছে সে সম্পর্কে তথ্য জোগাড় করেন মুখ্যমন্ত্রী। কোথা থেকে মাল কিনে নিয়ে আসেন সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন তিনি।
https://youtu.be/cCjZggl6Dg8
অভিযোগ উঠছে কালোবাজারির কারণে পেঁয়াজের দাম কমছে না। মজুতদাররা পেঁয়াজ মজুত করে রাখায় বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। আর সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছে। আর তারপরেই বাজারে হানা দিলেন মুখ্যমন্ত্রী।