কলকাতাঃ পেঁয়াজের আকাশছোঁয়া দামের জেরে জেরবার হয়ে উঠেছিল রাজ্যবাসী।অবশেষে প্রতীক্ষার অবসান স্বল্পমূল্যে এবার থেকে পেঁয়াজ মিলবে শহরের বিভিন্ন রেশ্ন দোকানে। স্বাভাবিক ভাবে এই খবর অনেকটাই স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। সূত্রের খবর আজ থেকে শহরের বিভিন্ন রেশনের দোকানে ৫৯ টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। অর্থাৎ বাজারদরের থেকেই অনেক কম মুল্যে পেঁয়াজ কিনতে পারবে রাজ্যবাসী। আজ সোমবার জেলা সহ শহরতলির বিভিন্ন রেশনের দোকানে ৫৯ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ মিলবে ।, সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন চারটি জেলায় সাধারণ মানুষ ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ পাবেন, এমন সম্ভাবনা রয়েছে। এখন আর শুধু সুফল বাংলার গাড়ি থেকে নয়, জেলায়-জেলায় রেশন দোকান এবং স্বনির্ভর দলের মাধ্যমেও পেঁয়াজ বিক্রি করা হবে।
আজ থেকে রেশনে মিলবে পেঁয়াজ
সোমবার,০৯/১২/২০১৯
621
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---