সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের পর সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ১৭০ রানের লক্ষ্যমাত্রা রাখে ক্যারিবিয়ানদের সামনে । জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এর প্রথম সারির ব্যাটসম্যানরা। ১৭০ রানের লক্ষ্যে মাথায় নিয়ে দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিমনস ও ইভেন লিউস। তাঁদের চওড়া ব্যাট জয়ের পথে পৌঁছে দেয় ক্যারিবিয়ান শিবিরকে।এছাড়া এই ম্যাচে জয়ের পিছনে অন্যতম নায়ক নিকোলাস পুরান ১৮ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি।তাঁর স্ট্রাইক রেট ছিল দু’শোর উপর। জয়ের জন্য ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। কোহলি জানিয়েছেন, একাধিক ক্যাচ ফস্কানোর খেসারতই তার দলকে দিতে হয়েছে। অর্থাৎ পরাজয়ের কারণ হিসেবে ফিল্ডিংকে দায়ী করলেন বিরাট কোহালি। এদিনের খেলার পর এই মুহূর্তে ১-১ ফলে দাঁড়িয়ে সিরিজ। শেষ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অর্থাৎ এই সিরিজের ফয়সালা হবে সিরিজের শেষ ম্যাচে।
পরাজয়ের কারণ হিসেবে ফিল্ডিংকে দায়ী করলেন বিরাট কোহালি।
সোমবার,০৯/১২/২০১৯
499
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---