সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হল ভারতীয় দল। রবিবার সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে টশ জিতে ক্যারিবিয়ান অধিনায়ক প্রথমে বিরাটদের ব্যাট করতে পাঠায়। প্রথম ম্যাচের মত এদিনও শুরুটা ভালো হয়নি ভারতীয় দলের। শুরুতেই গুরুত্বপুর্ন উইকেট হারিয়ে ফেলে বিরাটের ভারত। রোহিত শর্মা ১৫ ও লোকেশ রাহুল ১১ করে আউট হন। রান পাননি গত ম্যাচের হিরো কোহলিও। ১৯ করে আউট হন তিনি।শিবম দুবে দাপুটে ব্যাটিং এর জেরে সন্মানজনক রানে পৌছায় ভারতীয় দল।
পাশাপাশি ঋশভ পন্থের ব্যাট থেকে এদিন এল মূল্যবান ৩৩ রান। প্রথম ম্যাচের নায়ক এই ম্যাচে সেভাবে থাবা বসাতে পারেনি, অল্প রানের মধ্যেই আউট হয়ে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৭০/৭ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মত আক্রমনাত্মক ইনিংস খেলতে দেখা যায় ক্যারিবিয়ান ব্যাটসম্যান দের। শুরু থেকেই জয়ের লক্ষ্যে অবিচল ছিল ক্যারিবিয়ানরা। ১৭০ রানের লক্ষ্যে মাথায় নিয়ে দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন সিমনস ও ইভেন লিউস। তাঁদের চওড়া ব্যাট জয়ের পথে পৌঁছে দেয় ক্যারিবিয়ান শিবিরকে।
এছাড়া এই ম্যাচে জয়ের পিছনে অন্যতম নায়ক নিকোলাস পুরান ১৮ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ভারতীয় বোলাদের ব্যার্থতা এদিনও আরও প্রকট হয়ে উঠল। ভারতীয় বোলারদের মধ্যে কেউই এদিনও সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ম্যাচের নায়ক সিমন্স। গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। এই ম্যাচের পরাজয়ের কারন হিসাবে দলের ফিল্ডিংকে দায়ী করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…
গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…