গত শুক্রবার দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতার। তাঁর শরীর প্রায় ৯০ শতাংশ ঝলসে যায়। আদালতে যাওয়ার সময় নির্যাতিতার উপর হামলা চালায় ৫ দুষ্কৃতী। মেয়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছে নির্যাতিতার পরিবার। সরকারের কাছ থেকে কোনও সাহায্য চাইছেন না কেউই। তাঁদের একমাত্র দাবি, অবিলম্বে শাস্তি দিতে হবে অভিযুক্তদের। পরিবারের সদস্যদের সঙ্গে একমত দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। একমাসের মধ্যে অভিযুক্তদের ফাঁসিতে ঝোলানোর আর্জি জানিয়েছেন তিনি।
মেয়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছে নির্যাতিতার পরিবার।
রবিবার,০৮/১২/২০১৯
457
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---