হায়দরাবাদে অধিনায়ক কোহলির জবাব কেসরিককে


শনিবার,০৭/১২/২০১৯
1050

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

হায়দরাবাদঃ ম্যাচের নায়ক বিরাট কোহলি। রান তাড়া করে প্রতিপক্ষের কাছে জয় ছিনিয়ে আনা তিনি যে অভ্যাসে পরিনত করে ফেলেছেন তা এতদিনে তাঁর ব্যাট বুঝিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। পাহাড় সমান রানের বিরুদ্ধে এইভাবে জয় ছিনিয়ে আনবেন কোহলি তা অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না। সীমিত ওভারের ক্রিকেটে ২০৮ রান তোলা যে কোন দলের কাছে বেশ কঠিন কাজ,আর সেই কাজ অনায়াসে সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর চওড়া ব্যাটে ভর করে একের পর এক লম্বা ছক্কা হাঁকাতে দেখা গেল তাকে শুক্রবার সন্ধ্যায় রাজীব গান্ধী স্টেডিয়ামে।

সময়ের থেকে তিনি যে অনেক এগিয়ে। তাঁর চওড়া ব্যাট তা আরও একবার প্রমান করল এদিন। এদিন ম্যাচ চলাকালীন নোট বুক সেলিব্রেশান করতে দেখা গেল ভারত অধিনায়ককে। কেসরিক উইলিয়ামসের বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে নোট বুক সেলিব্রেশান করতে দেখা গেল তাকে। অধিনায়কের সেই ছবিই সাড়া ফেলেছে ক্রিকেটমহলে। বিরাটের ব্যাটের সামনে এদিন ক্যারিবিয়ান বোলারদের মধ্যে কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বিরাট ইনিংসে ভর করে বিরাট জয় পেল ভারত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট