কলকাতাঃ দূষণের জেরে হাঁসফাঁস জনজীবন। শীত আসার পুর্বেই শহর দূষণের চাদরে ঢেকেছে। এছাড়া দূষণের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারন মানুষ। সূত্রের খবর কিছুদিন আগে রাজধানী দিল্লীতে দূষণের প্রভাব মাত্রা ছাড়া হওয়ার ফলে নানান সমস্যার সন্মুখীন হতে হয়েছিল দিল্লীবাসীকে। এছাড়া যান চলাচলের ক্ষেত্রেও সমস্যার মুখে পরতে হয়েছিল রাজধানীর মানুষজনকে। দিল্লির দূষণের কথা মাথায় রেখেই কলকাতা, সল্টলেক, হাওড়া, আসানসোল, হলদিয়ার দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। তিলোত্তমা কলকাতার রাস্তায় প্রকাশ্যে কয়লার উনুন বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। এছাড়া দূষণ রুখতে একাধিক উদ্যেগ নেওয়া হচ্ছে।
শহরে দূষণ কমাতে নয়া উদ্যেগ
শনিবার,০৭/১২/২০১৯
651