বেশ কয়েকদিন ধরে রাজ্যপাল এর সাথে শাসক শিবিরের মত পার্থক্যের জেরে সরগরম রাজ্য রাজনীতি। এছাড়া বৃহস্পতিবার যে বিধানসভা ভবন পরিদর্শনে গিয়ে রাজ্যপাল ধনকার বেজায় বিড়ম্বনার মুখে পড়েছিলেন,। এছাড়া সংবাদমাধ্যম এর সামনে তিনি তাঁর অভিব্যাক্তি প্রকাশ করেছিলেন। জগদীপ ধনকার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিরোধ চরমে পৌঁছায়। রোজই কোন না কোন ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে এই বিরোধ চলছেই। এই অবস্থায় শুক্রবার অনেকটাই সুর নরম করে মুখোমুখি আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনকার।রাজ্যপালের এই আহ্বান সম্পর্কে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এদিন কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আলোচনায় বসার প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
শনিবার,০৭/১২/২০১৯
747