হায়দ্রাবাদঃ বিরাট ইনিংসে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একবার ঝলসে উঠল অধিনায়ক বিরাটের ব্যাট। ২০৭ রানের লক্ষ্যেমাত্রা জয় করা যে কোন দলের কাছে কঠিন লড়াই। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রানের লক্ষ্যেমাত্রা রাখে ভারতের সামনে। আর বিরাটের ব্যাটে ভর করে এল এক অনবদ্য জয়। এদিনের ম্যাচের নায়ক অধিনায়ক কোহলি। একের পর এক লম্বা ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন তিনি অসাধ্য সাধন করাই তাঁর নেশা। ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলনে ফিরে যান হিটম্যান।
এরপর ম্যাচের হাল ধরেন কোহলি ও রাহুল। তাঁদের পার্টনারশিপে ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে ভারতীয় দল। কিন্তু রাহুল ও ঋশভ পন্থ ফিরে যেতেই ফের ছন্দ পতন ঘটে ।ম্যাচের কঠিন সময়ে সাবলীল মেজাজে এদিন ব্যাট করতে দেখা গেল ভারতীয় অধিনায়ক কোহলিকে। শুধু তাই নয় বড় স্কোর তাড়া করা তিনি যে অভ্যাসে পরিনত করে ফেলেছেন তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন।
আসলে বিরাট ক্রিজে থাকলে সবই সম্ভব। অসাধ্য সাধন করাই যে তাঁর নেশা। কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় প্রতিরোধ। ক্যারিবিয়ান পেসারদের সামনে আরও একবার আগ্রাসী মেজাজে দেখা গেল তাকে। এছাড়া তাঁর চওড়া ব্যাটে ভর করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন তিনি।
৮ বল বাকী থাকতেই ২০৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় বিরাট শিবির। এছাড়া জয়ের পর শুক্রবার নোটবুক সেলিব্রেশন করতে দেখা গেল কোহলিকে। বিরাট রান টপকানো তাঁর কাছে বিরাট ব্যাপার নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।
চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…
গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…
তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…
জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…
কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…