হায়দ্রাবাদঃ বিরাট ইনিংসে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একবার ঝলসে উঠল অধিনায়ক বিরাটের ব্যাট। ২০৭ রানের লক্ষ্যেমাত্রা জয় করা যে কোন দলের কাছে কঠিন লড়াই। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রানের লক্ষ্যেমাত্রা রাখে ভারতের সামনে। আর বিরাটের ব্যাটে ভর করে এল এক অনবদ্য জয়। এদিনের ম্যাচের নায়ক অধিনায়ক কোহলি। একের পর এক লম্বা ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন তিনি অসাধ্য সাধন করাই তাঁর নেশা। ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলনে ফিরে যান হিটম্যান।
এরপর ম্যাচের হাল ধরেন কোহলি ও রাহুল। তাঁদের পার্টনারশিপে ভর করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে ভারতীয় দল। কিন্তু রাহুল ও ঋশভ পন্থ ফিরে যেতেই ফের ছন্দ পতন ঘটে ।ম্যাচের কঠিন সময়ে সাবলীল মেজাজে এদিন ব্যাট করতে দেখা গেল ভারতীয় অধিনায়ক কোহলিকে। শুধু তাই নয় বড় স্কোর তাড়া করা তিনি যে অভ্যাসে পরিনত করে ফেলেছেন তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন।
আসলে বিরাট ক্রিজে থাকলে সবই সম্ভব। অসাধ্য সাধন করাই যে তাঁর নেশা। কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় প্রতিরোধ। ক্যারিবিয়ান পেসারদের সামনে আরও একবার আগ্রাসী মেজাজে দেখা গেল তাকে। এছাড়া তাঁর চওড়া ব্যাটে ভর করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন তিনি।
৮ বল বাকী থাকতেই ২০৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় বিরাট শিবির। এছাড়া জয়ের পর শুক্রবার নোটবুক সেলিব্রেশন করতে দেখা গেল কোহলিকে। বিরাট রান টপকানো তাঁর কাছে বিরাট ব্যাপার নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…