বিরাট ইনিংসে ক্যারিবিয়ান বধ ভারতের


শনিবার,০৭/১২/২০১৯
758

হায়দ্রাবাদঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের নায়ক বিরাট কোহলি। আরও একবার কোহলি স্পেশাল দেখা গেল সিরিজের প্রথম ম্যাচে। পাহাড় সমান রানের লক্ষ্যে নিয়ে কিভাবে লক্ষ্যে পৌছাতে  হয় তা আরও একবার বুঝিয়ে দিলেন ভারতীয় দলের অন্যতম প্রধান স্তম্ভ বিরাট কোহলি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক। শুরু থেকেই আক্রমনাত্মক ইনিংস খেলতে দেখা যায় ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারদের। দুর্দান্ত শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ইভেন লিউস ৪০, ব্রান্ডন কিং ৩১ রান করেন। এদিন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ককে অন্য মেজাজে দেখা যায় ব্যাট করতে, ভারতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। এদিন তাঁর ব্যাক্তিগত রান ১৯ বলে ৩৭ রান।

অন্যদিকে শিমরান হোয়াইটমের ও কায়রন পোলার্ড এর ব্যাট থেকে আসে একের পর এক ওভার বাউন্ডারি। ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান দের ঝোড়ো ইনিংসে ভর করে ২০০ গন্ডির টপকায় ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে  ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের লক্ষ্যমাত্রা রাখে কোহলিদের সামনে। রানার পাহাড় লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে ব্যাট করতে নামে ভারতীয় দল। এদিন গোটা ম্যাচ জুড়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা রীতিমত শাসন চালিয়ে গেলেন ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত ব্যাটসম্যান দের দাপটে রানের পাহাড়ে পোঁছায়  ক্যারিবিয়ানরা।

জবাবে ব্যাট করতে নেমে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে একা লড়াই চালিয়ে যান কোহলি। রাহুলের সাথে জুটি বেঁধে শুরু করেন ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। রাহুল আউট হয়ে ফিরে যাওয়ার পর তরুন উইকেট রক্ষককে সাথে নিয়ে আক্রমনাত্মক ইনিংস খেলতে শুরু করেন তিনি। ঋশভ পন্থ এর ব্যাট থেকে এদিন আসে মূল্যবান ১৮ রান। এদিনও ম্যাচের কঠিন সময়ে নিজের উইকেট হেলায় ছুড়ে দিয়ে আসলেন ঋশভ পন্থ।

এরপর কোহলির চওড়া ব্যাটে ভর করে লক্ষ্যে পৌঁছতে সফল হয় বিরাট বাহিনী। এদিন রীতিমত রাজকীয় মেজাজে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে সমান ভাবে পারদর্শী তা আরও একবার বুঝিয়ে দিলেন বিরাট। তাঁর ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। আর তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি ওভার বাউন্ডারি ও ৬টি ৪। ১৮ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাটের দল। আসলে বিরাট ক্রিজে থাকলে সবই সম্ভব। অসাধ্য সাধন করাই যে তাঁর নেশা। কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে ক্যারিবিয়ান বোলারদের যাবতীয় প্রতিরোধ। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট