হায়দরাবাদ গণধর্ষণ খুন কাণ্ডে এনকাউন্টার! পুলিসের গুলিতে খতম চার অভিযুক্তই।


শুক্রবার,০৬/১২/২০১৯
941

হায়দ্রাবাদঃ আজ ভোর প্রায় তিনটে নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তদের। ছিল কড়া পুলিসি নিরাপত্তাও। পুলিশ সূত্রের খবর ভোররাতে ৪৪নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশের কাছে থেকে অস্ত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর পুলিশের সঙ্গে সং ঘর্ষ বাঁধে অভিযুক্তদের। ঘটনাস্থলে পুলিশের সাথে সংঘর্ষে  এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদনগরে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে ওই চার জন। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় ওই চার অভিযুক্তের। পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এরপর পুলিশকে গুলি করার চেস্টা করে তাঁরা। আন্তরক্ষার্থে গুলি চালায় পুলিশ।

এদিনের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা নির্ভয়ার মা। তিনি বলেন, অন্তত একটি মেয়ে সুবিচার পেল। আমি এই পদক্ষেপের জন্য পুলিসকে ধন্যবাদ জানাই।এরপরেই মৃত পশু চিকিত্সকের বাবা জানান, “আমি পুলিস এবং সরকারকে গোটা ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার হয়তো আমার মেয়ের আত্মা শান্তি পেল। ”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট