ভারতের বিরুদ্ধে আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের।


শুক্রবার,০৬/১২/২০১৯
818

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

হায়দ্রাবাদঃ আজ হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দল দুর্দান্ত ছন্দে রয়েছে। বেশ কয়েকদিন আগে ভারতে এসে অনুশীলন শুরু করে দিয়েছে পোলার্ডরা। আজ তাঁরা কোহলি ব্রিগেডের বিরুদ্ধে মাঠে নামবে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁদের পারফরম্যান্স বরাবর ভালই। এছাড়া আজকে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে নেতৃত্ব দেবেন কায়রন পোলার্ড।

 

কোহলির ভারত টেস্টে এক নম্বর টিম। ওয়ান ডে-তে দু’নম্বর। কিন্তু টি-টোয়েন্টিতে ভারতীয় টিমের অবস্থান ভাল মোটেও নয়। তারা আছে পাঁচ নম্বরে। অন্যদিকে সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ানদের রেকর্ড বরাবর ভালো। আজ সন্ধ্যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখাই অন্যতম লক্ষ্যে কোহলি শিবিরের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট