আগামী সোমবার থেকে বাস ধর্মঘটে নামতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন । এই ধর্মঘটের জেরে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সংগঠনের অন্যতম কর্তা প্রদীপ নারায়ণ বসু বলেন, ভর্তুকি দিয়ে তাদের পক্ষে রাস্তায় আর গাড়ি নামানো সম্ভব নয়। সংগঠনের পক্ষ থেকে রাজ্য পরিবহণ দপ্তরে সাত দফা দাবি পেশ করা হয়েছিল।
কিন্তু তাদের সেই দাবির মান্যতা না পাওয়ায় আগামী ৯ তারিখ থেকে তাদের পক্ষে রাস্তায় গাড়ি নামানো সম্ভবপর নয়। টালা ব্রিজ বন্ধ থাকার ফলে চরম লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বাসমালিকদের। ঘুরপথে বাস চলায় যাত্রী পাওয়া যাচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৯ ডিসেম্বর থেকে ৭৮, ৭৮/১, ২১৪, ২১৪/এ, ২৩০, ২৩৪, ২৩৫/১, ২০১, ৩৪ বি, ৩৪ সি, ৩০এ, ২০২, কে-৪, এস ১৫৮, এস ১৫৯, এস১৮০, এস ১৮১, এস ১৮৫ রুটে পরিষেবা দিতে পারছি না।