দেওয়াল লিখনের মাধ্যমে প্লাস্টিক বর্জনের আহ্বান, এগিয়ে এল বনহুগলি-২ গ্রাম পঞ্চায়েত


শুক্রবার,০৬/১২/২০১৯
1651

দক্ষিণ ২৪ পরগনা জেলার বনহুগলি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও ই আর ডি এস বোড়াল প্রকল্পের উদ্যোগে এবার প্লাস্টিক বর্জনে শুরু হল দেওয়াল লিখন। একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার রুখতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে বনহুগলি -২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও ই আর ডি এসের বদলাও ও কান্ডারি যুব দল সদস্যদের।

“চিলড্রেন ইন্টারন‍্যাশনাল ও সহায়”-র সহায়তায় দক্ষিণ ২৪ পরগনা জেলার,নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল গ্ৰামে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির চাইল্ড স্পনসরশিপ কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সাধারণের মধ্যে প্লাস্টিকের বর্জনের সচেতনতা বাড়াতে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। মূলত একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো ও বাতিল করাই ছিল কর্মসূচি মূল লক্ষ্য। এছাড়াও প্লাস্টিক দ্রব্যসামগ্রীকে যেখানে সেখানে ফেলে না দিয়ে তা পুনরায় ব্যবহার উপযোগী করে গড়ে তোলার

কাজে মানুষকে সজাগ করার কাজে মানুষের কাছে সঠিক বার্তা দেওয়া ছিল কর্মসূচির ওপর উদ্দেশ্য।
চাইল্ড স্পনসরসিপ কর্মসূচি

“চিল্ড্রেন ইন্টারন্যাশানাল ও কলকাতার সহায় এর সহযোগিতা পরিকল্পনায় দীর্ঘ তিরিশ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে পশ্চিমবঙ্গের আটটি জেলার মোট ষোলটি সহযোগী সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে এক হাজার পাঁচশত কুড়ি জন যুব বন্ধুদের সংগঠিত করে বদলাও ও কান্ডারি নামে দুটি দল তৈরী করে সারা বছর ধরে সামাজিক দায়িত্ব পালনে নানাবিধ সমস্যা সমাধানে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। এবছরে এই কর্মসূচি
একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধের জন্য লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত আট জেলার পঁচিশ হাজার জনগষ্ঠির কাছে এই বার্তা পৌঁছে দিতে পেরেছে।এই দল এখনো পযর্ন্ত উনিশটি সরকারি ও বেসরকারী বিদ্যালয়ের সাড়ে তিন হাজার ছাত্র ছাত্রীদের সজাগ করেছে বদলাও ও কান্ডারী দলের যুবরা। তাদের এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে এলাকার প্রশাসন, স্থানিয় ক্লাব সংগঠন ও আরো অনেকেই।এই কর্মসূচী মাধ্যমে বিভিন্ন এলাকায় পকেট মিটিং, স্কুলে সচেতনতা শিবির সংগঠিত করা, পথ নাটিকা ও সাইকেল র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে সজাগ করার বার্তা, দেওয়াল লিখনের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া তাছাড়াও বাজারে চত্বরে প্লাস্টিক এর ভয়াবহ বিপদ সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের সজাগ করবার ধারাবাহিক ভাবে করে চলেছে, আর একাজে তাদের সহযগিতার হাত বাড়িয়েছে স্থানিয় প্রশাসন বনহুগলি -২ গ্রাম পঞ্চায়েত ও রাজপুর সোনারপুর পৌরসভা অন্যান্য বহু সহযোগি সংস্থা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট