জশপ্রিত বুমরাহকে বেশি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের প্রাক্তন অল –রাউন্ডার আব্দুল রাজ্জাক


বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
1021

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা বোলার হিসাবে পরিচিত টিম ইন্ডিয়ার পেসার জশপ্রীত বুমরাহ। আর তাকেই এবার শিশু বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রাক্তন অল –রাউন্ডার আব্দুল রাজ্জাক । আর তারপরেই প্রাক্তন পাক অল-রাউন্ডারের এই হাস্যকর মন্তব্য নিয়ে রীতিমতো সরগরম নেটদুনিয়া। শুধু তাই নয়, রাজ্জাকের দাবি, তিনি নাকি বুমরাহকে অনায়াসে সামলে দিতেন। তাঁর বিরুদ্ধে খেলতে চাপে থাকতে হত টিম ইন্ডিয়ার এক নম্বর পেসারকেই।

 

ভারতের এক নম্বর পেসার জশপ্রিত বুমরাহকে এখনও বিশ্বক্রিকেটেও সমাদৃত। আর বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা পেসার। তাঁর আগুনে পেসের সামনে ব্যাট করা রীতিমত কঠিন হয়ে পরে বিপক্ষ দলের কাছে । আর তাকে নিয়ে এমন মন্তব্য করলেন প্রাক্তন অল –রাউন্ডার আব্দুল রাজ্জাক।আর তা ঘিরে এখন সরগরম ক্রিকেট দুনিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট