কলকাতাঃ নভেম্বর মাস পেরিয়ে গেলেও শীতের দেখা মেলেনি। শীত উপভোগ এর আশায় চাতক পাখির মত অধীর আগ্রহে অপেক্ষারত ছিল শীতপ্রেমীরা। অবশেষে শীতের প্রত্যাবর্তন রাজ্যজুড়ে। আবহাওয়া দপ্তর পূর্বেই জানিয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গে শীতের আগমন ঘটতে পারে। এছাড়া পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। শেষমেশ শীতের আমেজ উপভোগ করতে দেখা গেল শহরবাসীকে।
এক ধাক্কায় পারদ নামল বেশ অনেকটাই। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সব থেকে বেশি তাপমাত্রা নেমেছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার তাপমাত্রা। শীতপ্রেমী মানুষদের জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটাই পারদ নামল রাজ্যজুড়ে। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা এমনই থাকবে বলে জানাল আবহাওয়া অফিস।