কলকাতাঃ বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। তাঁর জন্য নিত্য হয়রানির শিকার হতে চলেছে সাধারন মানুষ এর। আর এরই মধ্যে ঘটল এক অভিনব ঘটনা। বিয়ে বাড়িতে নববধূকে পেঁয়াজ উপহার দিলেন পাত্রের বন্ধুরা। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই মুহুর্তেই তা রীতিমত ভাইরাল হয়ে যায়। পেঁয়াজের অগ্নিমুল্যের বাজারে এমন উপহার দিয়ে নজর কেড়েছেন অতিথিগন। নববধূর হাতে পিঁয়াজ তুলে দেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে যে ভিডিও আপাতত ভাইরাল।
নববধূকে পেঁয়াজ উপহার দিলেন পাত্রের বন্ধুরা
বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
1099
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2019/12/onion.jpg)
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---