সম্মান জানানো হল বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের ৷


বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
939

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বুধবার সন্ধ্যায় নজরুল মঞ্চে বাংলার বিশিষ্ট সঙ্গীত জগতের শিল্পীদের সন্মান জানানো হল। এদিন মঞ্চে আলোকিত করেছিলেন বাংলার স্বর্ন যুগের বিখ্যাত শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷এদিন সঙ্গীত মহাসম্মান নিতে একে একে এলেন গৌতম ঘোষ, পরীক্ষিত বালা বা কৌশিকী চক্রবর্তী, বিদূষী জয়া বিশ্বাস। বিশেষ সঙ্গীত মহা সম্মান প্রদান করা হল ঩জিৎ, অভিজিৎ, কুমার শানু ও উষা উত্থুপকে।

 

এছাড়া এদিনের অনুষ্ঠানে সুরে-ছন্দে কীভাবে কণ্ঠের ম্যাজিকের জন্ম দিতে হয়, তা ফের চেনালেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।  এছাড়া একঝাক সঙ্গীত শিল্পী এক সঙ্গীত মুখর সন্ধ্যায় স্বর্ন যুগের গান শুনিয়ে মুগ্ধ করলেন আপামর সঙ্গীতপ্রেমীদের। তাঁদের সুরেলা গানে উজ্জ্বল হয়ে উঠেছিল  বাংলা সঙ্গীতমেলা। বাংলা সঙ্গীতমেলার অনুষ্ঠানে সম্মান জানানো হল বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট