কলকাতার বাজারে দেড়শোর পথে পেঁয়াজ


বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
622

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ এক লাফে পেঁয়াজের দাম বেড়েছে অনেকটাই কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলিতে । বিগত চার মাস ধরে পেঁয়াজের দাম ২০ টাকা থেকে ১৫০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৭ গুনের বেশী।পেঁয়াজের অগ্নিমূল্য হওয়ার জেরে আমদানী কমেছে বেশ অনেকটাই। কলকাতার বাজার গুলিতে খুব ভালো মানের পেঁয়াজের দাম দেড়শো টাকার আশপাশে ছিল বলে জানা গিয়েছে। পাইকারি বাজারেই পেঁয়াজের দাম একশো টাকা ছাড়িয়েছে। ১০৫ টাকার আশপাশে কলকাতার পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে এদিন।

 

ব্যাবসায়ী মহলের অভিমত বাজারে পেঁয়াজের জোগান কমেছে ফলস্বরুপ অগ্নিমূল্যের চেহারা নিয়েছে এই পেঁয়াজ। এছাড়া যোগানেও ঘাটতি রয়েছে অনেকটাই। দিল্লিতেও পেঁয়াজের দাম সেঞ্চুরি করে ফেলেছে। পেঁয়াজ নিয়ে সংসদে এ দিন সরব হন বিরোধীরা।কলকাতায় টাস্ক ফোর্সের সদস্যদের বক্তব্য, চাহিদার তুলনায় বাইরের রাজ্যগুলি থেকে পর্যাপ্ত জোগান না-আসাতেই সমস্যা।পেঁয়াজ কিনতে গিয়ে নাজেহাল মধ্যবিত্ত। কিছুতেই দাম নিয়ন্ত্রন করা যাচ্ছে না পেঁয়াজের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট