পশ্চিম মেদিনীপুর :- রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটকে ঘিরে যথেষ্ট রাজনৈতিক লড়াই চলেছিল বর্তমান শাসকদল ও গেরুয়া শিবিরের মধ্যে, তারমধ্যে খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোট যথেষ্ট মূল্যবান হয়ে দাঁড়িয়েছিল শাসক দল ও গেরুয়া শিবিরের মধ্যে, অবশেষে খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটে জয়লাভ করেছে তৃণমূল, এই ভোটে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেয় পদ্ম শিবিরকে, এরপর থেকেই একের পর এক তৃণমূল তারকা নেতা খড়্গপুর বিধানসভা কেন্দ্রে এসে খরগোপুর কৃতজ্ঞতা স্থাপন করেন, এবার সেই পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত ৯ ডিসেম্বর খড়্গপুর বিধানসভা কেন্দ্রের জনসভার মাধ্যমে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন বলে দলীয় সূত্রে জানা যায়, এদিন খড়্গপুর বাসীর কাছে অনেক চাওয়া পাওয়ার দিকটাও তিনি লক্ষ্য করবেন, সেই লক্ষ্যেই সভাস্থলের মাঠ পরিদর্শন করতে এলেন পুলিশ সুপার দিনেশ কুমার, জেলাশাসক রেশমি কমল, তৃণমূল জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাপতি অসিত মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা, এদিন সভাস্থল ঘুরে বৈঠকের মাধ্যমে ঠিক করে নেবে মাঠ প্রস্তুতির ব্যাপারে।
খড়্গপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থলের মাঠ পরিদর্শনে পুলিশ সুপার দিনেশ কুমার, জেলাশাসক রেশমি কমল
বুধবার,০৪/১২/২০১৯
773