মেটিয়াবুরুজে বীর বাহাদুর সিং গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মেটিয়াবুরুজ এলাকায় প্রতিবাদ সভা করা হবে বলে জানান তিনি। মুকুল রায় অভিযোগ করে বলেন, ওই এলাকায় বেআইনিভাবে নির্মাণ কাজ করা হবে বলে সেখানকার হিন্দু-অধ্যুষিত বস্তি গায়ের জোরে তুলে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ করতে গিয়ে সেখানে গুলিবিদ্ধ হতে হয়েছে বীর বাহাদুর সিং কে।
রাজ্যপাল সম্পর্কে রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে তা নিয়েও সরব হন মুকুলবাবু। রাজ্যের সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগে তোলেন মুকুল রায়। তার অভিযোগ পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র চলছে। যারা এই সরকারের প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ শানানো হচ্ছে।
https://youtu.be/1RGXP1C5FbY