রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার যে আচরণ করছে তা লজ্জাকর। এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত চলছে তার তীব্র নিন্দা করেন। তিনি বলেন কেউ সমালোচনার উর্ধে নন। বাম আমলের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। আব্দুল মান্নান বলেন বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী দল নেত্রী ছিলেন। তখন তিনি বারবার রাজ্যপালের কাছে ছুটে গিয়েছেন। তার প্রশ্ন, তাহলে তখন রাজ্যপাল ভালো ছিলেন আর এখন তার পছন্দের নন। সিঙ্গুর সমস্যার সমাধানে তৎকালীন রাজ্যপাল বিরোধী দলনেত্রীকে ডেকেছিলেন, রাজ্য প্রশাসনের ডেকেছিলেন। আব্দুল মান্নান বলেন, তখন তো তিনি বলেননি রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন।
https://youtu.be/6e1xd2wcTck