আকাশছোঁয়া পেঁয়াজের দাম, পেঁয়াজের দাদাগিরি অব্যাহত


বুধবার,০৪/১২/২০১৯
802

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ কিছু কিছু সেঞ্চুরী আনন্দের হয়না ,কিছু সেঞ্চুরী চোখে জল এনে দেয় মিলে গেল সেই প্রবাদবাক্য। রাজ্যজুড়ে পেঁয়াজের দামের দাদাগিরি অব্যাহত। কিছুতেই নিয়ন্ত্রনে আসছে না পেঁয়াজের চরা দাম। আর যার জেরে মাথায় চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। বেশ কিছুদিন আগে সদ্য সেঞ্চুরী হাঁকিয়েছে এই আনাজ। মঙ্গলবার পাইকারি বাজারে যে ভাবে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে, তাতে খুচরো বাজারে তার দাম ১৫০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

 

মহারাষ্ট্র থেকে পেঁয়াজের সরবরাহ প্রচুর কমে গিয়েছে। অন্যদিনের তুলনায় ২০ শতাংশ সরবরাহও আসেনি। সরবরাহ বাড়লে তবেই দাম কিছুটা কমবে।গত দু’মাস ধরেই পেঁয়াজ এর অগ্নিমূল্য অব্যাহত রাজ্যজুড়ে। গৃহস্তের রান্নার ক্ষেত্রে পেঁয়াজের আনাগোনা অনেকটাই কমেছে। পাশাপাশি পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের জেরে পেঁয়াজ কিনতে অনেক টাকাই খসছে গৃহস্তের  পকেট থেকে । অন্যদিকে পেঁয়াজের জোগানে ঘাটতির জেরে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন অনেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট