নাসার তরফে একটি ছবি প্রকাশ করে বিক্রমের ধ্বংসাবশেষের অবস্থান ব্যাখ্যা করেছে তারা। নাসা-র প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রঙ করে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। সংস্থা জানিয়েছে, নীল রঙ দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। বিক্রমের নিখোঁজের পর তাঁর শেষ অবস্থান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল সব মহলে। শেষ মেষ নাসার তরফ থেকে প্রকাশিত একটি ছবি থেকে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে বের করল গবেষণা সংস্থা নাসা। এই অসাধ্যসাধন করার সম্পূর্ণ কৃতিত্বই এক ভারতীয় প্রযুক্তিবিদকে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। ৩৩ বছর বয়সি ওই যুবক তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। নাম সন্মুগ সুব্রহ্মণ্যম। অবশেষে চাঁদের মাটিতে মিলল ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ। এছাড়া নাসার তরফে নতুন ছবি প্রকাশ করার পর বিবৃতি দিয়ে জানিয়েছে, ”সন্মুগই প্রথম ব্যক্তি যিনি অবতরণস্থল থেকে ৭৫০ মিটার উত্তর-পশ্চিমের একটি ধ্বংসাবশেষ দেখে আমাদের জানান যে সেটি বিক্রমের। প্রায় তিন মাসের মাথায় খোঁজ মিলল বিক্রমের।
প্রায় তিন মাসের মাথায় খোঁজ মিলল বিক্রমের
বুধবার,০৪/১২/২০১৯
629
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---