লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল গেরুয়া শিবির। ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮ টিতে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থীরা। গেরুয়া ঝড়ে রাজ্যে অনেক তৃণমূলের গড় ধ্বংস হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গে এই বিরাট সাফল্য পাওয়ার পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তারা রাজ্যের মসনদ দখল করবে এমনটাই মনোভাব তৈরী হয়ে গিয়েছিল এরাজ্যে গেরুয়া শিবিরের ম্যানেজারদের অনেকেরই। ছয় মাসের মাথায় তিনটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর উপনির্বাচনে তিনটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে প্রথম থেকেই দাবি করে আসছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতন বিজেপির প্রথম সারির নেতারা। যে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের অনুষ্ঠিত হয় তার মধ্যে খড়গপুর বিজেপির দুর্গ বলা চলে। লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৪৫ হাজারের বেশি ভোটে লিড পেয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
https://youtu.be/D91EQl1fcgs
তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনদিনই এই খড়গপুর আসনে দাঁত ফোটাতে পারেনি। কিন্তু উপনির্বাচনে বিজেপির সেই দুর্গ ধ্বংস হয়ে গিয়েছে। বিজেপিকে পরাস্ত করে এই আসনে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা তৃণমূল শিবির। উচ্ছ্বসিত দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। খড়গপুরবাসীকে ধন্যবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর খড়্গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরবাসীকে ধন্যবাদ জানাবেন বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন খড়্গপুরের তৃণমূল নেতৃত্ব।