সোমবার রাজ্য বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সমবায়ে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর অভিযোগের কোনো জবাব দিতে পারেননি মন্ত্রী। বিধানসভার প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি জানালেন এই বাম নেতা। এমনকি মন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী বলেন, হাউজের কর্তব্য মন্ত্রীদের হয়ে চলা নয়। মন্ত্রী কার্যত উত্তরই দিতে পারলেন না। ৩৬ হাজার সমবায়ের মধ্যে মাত্র তিনটি উল্লেখ করেন মন্ত্রী। সুজন চক্রবর্তী এদিন মন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আগের সরকারের আমলে সমবায়ে দুর্নীতির যে কথা বলা হচ্ছে তার আদতে কটা নথিভূক্ত হয়েছে, কটারবা তদন্ত করা হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। অযথা অসত্য ভাষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
https://youtu.be/4qZ96pxc5XA