বুলবুলে ভয়াল তান্ডবে রাজ্যে ক্ষতির পরিমান ২০ হাজার কোটি টাকা। সোমবার বিধানসভায় এইকথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বুলবুলের কারনে রাজ্যে ১৬ জনের প্রানহানি হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বুলবুলের জন্য চাষীদের যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে চাষিদের উন্নয়নে রাজ্য সরকার একহাজার দুশো ষোল কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ করেছে। প্রত্যেক পরিবারকে ৫ লিটার কেরোসিন তেল দেওয়া হচ্ছে। ৪০ হাজার হ্যারিকেন বিলি করেছে রাজ্য সরকার। তবে বুলবুলের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিক সাহায্য করেনি বলে ফের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। আমরা তাদের সব জায়গাাতে ঘুরিয়ে দেখিয়েছি।
তারাও ধ্বংসলিলা সবটাই দেখেছেন। মুখ্যমন্ত্রী অনেকটা আক্ষেপের সূড়ে বলেন তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোন সাহায্য করেনি। কিন্তুু তাই বলে সন্দরবনের পূর্নগঠনের কাজ থেমে থাকবে না। আমি জেলাশাসকদের বলেছি দ্রুত কাজ করতে। ত্রান নিয়ে যাতে কোন সমস্যা নাহয় তা দেখতে বলেছি জেলাশাসকদের। সুন্দরবনের মানুষের জন্য দ্রুত বাংলাআবাস যোজনায় ঘর তৈরি করাহবে। মোট ৫ লক্ষ মানুষকে পাকাঘর দেওয়ার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।