অমিত শাহ গব্বর সিং: ফিরহাদ


মঙ্গলবার,০৩/১২/২০১৯
544

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গব্বর সিং বলে আক্রমন করলেন ফিরাদ হাকিম। তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তুু স্বরাষ্ট্রমন্ত্রী সেই কাজ করছেন না বলে জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তার অভিযোগ অমিত শাহ বিরোধীদের শেষ করতে চাইছেন। তাই গোয়েন্দা এজেন্সি গুলিকে বিরোধীদের প্রতি লেলিয়ে দিচ্ছে। অথচ দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে অমিত শাহর কোন ভাবনা নেই বলে ফিরাদ হাকিম। একেরপর এক ব্যাঙ্ক জালিয়াতি হচ্ছে। কেন্দ্রীয় সরকার পুরোপুরি চুপ।

এনআরসির নামে সাধারন মানুষকে বিভ্রান্তি করছে দিল্লি। অাধার লিঙ্কের সিদ্ধান্ত নিয়েও একটা সময় বিজেপি বিরোধীতা করেছিল। কিন্তুু এখন বিজেপি অাঁধার লিঙ্ক করাচ্ছে। আর দেশের মানুষের সমস্ত তথ্য বিদেশের হাতে চলে যাচ্ছে বলে জানান ফিরাদ হাকিম। স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশ দিয়ে তিনি বলেন, আপনারা ব্যাঙ্ক জালিযাতি ঠেকান। তাহলেই সাধারন মানুষের টাকা বাচবে বলে জানান ফিরাদ হাকিম।

https://youtu.be/CogoXK1Ehio

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট