- দিন-রাতের টেস্ট নিয়ে উন্মাদনা দেখেছে গোটা ক্রিকেটবিশ্ব। এবার সেই পথেই চলার ভাবনা দিয়েছেন মহারাজের নেতৃত্বাধীন বোর্ড । গোলাপি বলের টেস্ট দেশের অন্য মাঠেও দেখতে চাইছেন সৌরভ। সূত্রের খবর বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেক হোম সিরিজেই অন্তত একটা করে দিন-রাতের টেস্ট ম্যাচ করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। ইডেনে আয়োজিত উপমহাদেশের টেস্ট ম্যাচ ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এছাড়া টেস্ট ক্রিকেট দেখতে মাঠে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পক্ষে দুর্দান্ত ব্যাপার বলে মনে করছেন সৌরভ।
প্রত্যেক সিরিজে অন্তত একটা করে দিন-রাতের টেস্ট খেলা উচিত।” ঃ সৌরভ
মঙ্গলবার,০৩/১২/২০১৯
1454
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---