রবিবার’-এ এক ফ্রেমে একে অন্যের বিপরীতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- জয়া এহসানকে।


সোমবার,০২/১২/২০১৯
1263

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

রবিবার ছবি ঘিরে শুরু থেকেই যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্যে করা গিয়েছিল দর্শকদের মধ্যে। এছাড়া এবার এই ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে বিখ্যাত কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয় এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী  জয়া এহসানকে। ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছায়াছবি। বাংলা চলচ্চিত্র জগতে এর আগেও বহু হিট ছবি উপহার দিয়েছেন টলিঊডের এই বিখ্যাত অভিনেতা। কিন্তু এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।

পাশাপাশি পরিচালক অতনু ঘোষ রাগ, অভিমান, অনুযোগ, ভালবাসা এ সব নিয়েই  এই ছবির চিত্রনাট্য রচনা করেছেন। শনিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। এছাড়া অতনু ঘোষের মতো জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের ছবিতে জুটি বাঁধতে পেরে দারুণ খুশি জয়া এহসান এবং প্রসেনজির চট্টোপাধ্যায়। এই ডিসেম্বরে এক ভিন্ন ধরনের ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক অতনু ঘোষ। “ রবিবার “ ছবি ঘিরে দর্শকমহলের প্রত্যাশা রয়েছে অনেকখানি

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট