পরপর এটিএম প্রতারনা, বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা


সোমবার,০২/১২/২০১৯
670

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শহর কলকাতার বুকে পরপর এটিএম প্রতারনা,বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। স্বাভাবিক ভাবে এই ঘটনার পর আতঙ্কের সৃষ্টি হয়েছে রাস্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে। পুলিশ সূত্রে খবর একটি নির্দিষ্ট এলাকার বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। প্রত্যেক গ্রাহকের কাছেই আসে টাকা তোলার এসএমএস। প্রত্যেক অ্যাকাউন্ট থেকে গায়েব ১০-৩০ হাজার টাকা।  পুলিশ সুত্রে খবর ফোন কল অথবা ওটিপি আদান প্রদান না হওয়া সত্বেও  বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩০ জন অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। একে একে এলাকার সব কটি এটিএমে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোনও জায়গা থেকেই সন্দেহভাজন কিছু মেলেনি।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট