ভরপুর কমেডির জন্য আরও এক বার অপেক্ষায় গোলমাল-প্রেমীরা।


সোমবার,০২/১২/২০১৯
844

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বলিউডের এক জনপ্রিয় এবং সফল পরিচালক-অভিনেতা জুটি হলেন রোহিত শেট্টি এবং অজয় দেবগণ। তাঁরা একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এছাড়া গোলমাল ছবিটি ঘিরে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল দর্শক মহলে । সুত্রের খবর আবার বড় পর্দায় আসতে চলেছে গোলমাল ৫। যা দর্শকদের জন্য অন্যতম খুশির খবর। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘গোলমাল’। এই সিরিজ়ের চতুর্থ ছবি ‘গোলমাল এগেন’এসেছিল ২০১৭ সালে। এই দুটি ছবি বক্স অফিসে হিট হয়েছিল। পাশাপাশি এই ছবিতে অভিনেতাদের দুর্দান্ত অভিনয় সাড়া ফেলে দিয়েছিল সিনে মহলে। জমজমাট কমেডিতে ভরপুর এই ছবি ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে সিনে প্রেমীদের মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট