আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’


সোমবার,০২/১২/২০১৯
863

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২০ সালে। এই ছবি শুটিং নিয়ে এখন ব্যাস্ত্ বিখ্যাত অভিনেতা আমির খান। আমির খানকে শেষ দেখা গিয়েছিল ঠগস অব হিন্দুস্থান ছবিতে। তবে এবার আমির খানকে লাল সিং চাড্ডায় দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। সুত্রের খবর বলিউড অভিনেতা আমির খান তাঁর এই ছবির শুটিংয়ের জন্য আসতে চলেছেন কলকাতায়। এছাড়া এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে বিখ্যাত অভিনেত্রী করিনা কাপুরকে। এর আগেও এই বলিউড অভিনেতা একের পর এক বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবির পোস্টার । সেই ছবিতে চেকড শার্ট, ধূসর ট্রাউজার, গোলাপি পাগড়ি, ইয়া বড় দাড়িগোঁফে তাঁর দেখা মিলেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট