অবশেষে প্রতীক্ষার অবসান। আবার একটি সিনেমাতে জুটি বাধতে চলেছেন অক্ষয় কুমার-ভূমি পেডনেকর। ছবির নাম ‘দুর্গাবতী’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকর। একটি রোমহর্ষক গল্প নিয়ে এই ছবি তৈরি হতে চলেছে।বছর কয়েক আগে ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে দর্শকের মন কেড়েছিল অক্ষয় কুমার-ভূমি পেডনেকর জুটি। এছাড়া সেই ছবিতে তাদের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তারপরে অনেকদিন কোন ছবিতে একসাথে দেখা যায়নি এই জূটিকে। তবে এবার আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার-ভূমি পেডনেকর। দুর্গাবতী ছবিটি পরিচালনা করতে চলেছেন অশোক জি।
আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার-ভূমি পেডনেকর জুটি।
সোমবার,০২/১২/২০১৯
864
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---