সিরাম থ্যালাসিমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হলো । শ্যামবাজার পৌরসংস্থা 10 নম্বর ওয়ার্ড শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে এক বিরাট এইবার হয় । এই রেলিতে দূরদূরান্ত থেকে প্রায় 100 টা ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন । তার পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য্য, অভিনেত্রী জিনিয়া রায়চৌধুরী, অভিনেত্রী মাহফিন । এই রেলি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয় বিধান সরণি হয়ে বিডন স্ট্রিট হয়ে, শোভাবাজার হয়ে আবার শ্যামবাজারে গিয়ে শেষ হয় ।
সিরাম থ্যালাসিমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন
রবিবার,০১/১২/২০১৯
461