রেড চিলিজ প্রোডাকশনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, কহানি নয়, কহানির বব বিশ্বাসকে নিয়ে ছবি বানাতে চলেছেন সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ।এরপর গুঞ্জন শুরু হয় এবার বব বিশ্বাস এর চরিত্রে অভিনয় করবে কে? এই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে সিনে প্রেমীদের মনে। সুত্রের খবর এই ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ৷ আর তা নিয়ে এখন জোর চর্চা চলছে সর্বত্র। বব বিশ্বাস এর প্রত্যাবর্তনের খবর পেয়ে অনেকেই চমকে উঠেছেন। তবে এবার বব বিশ্বাস এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির বব বিশ্বাস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়ে ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ তবে এবার বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় শাশ্বত নন, অভিষেক বচ্চন।
বব বিশ্বাস এর চরিত্রে এবার কে অভিনয় করবেন? জেনে নিন
রবিবার,০১/১২/২০১৯
877
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---