আগের দুটো দবং-ই হিট করেছে বক্স অফিসে। দবং ৩ নিয়েও আশাবাদী দর্শকেরা।


রবিবার,০১/১২/২০১৯
800

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ইতিমধ্যে ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বছরের পর বছর ধরে বহু হিট ছবি উপহার দিয়েছেন সালমান খান দর্শকদের। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন,সালমান খান ।১৯৮৮ সালে  বিবি হো তো অ্যা্য়সি ছবির মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন, এতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত দাবাং, এক থা টাইগার, কিক, সুলতান এই সব ছবি গুলি হিট হয়েছে বক্স অফিসে। এছাড়া এর আগের দুটো ছবি দাবাং হিট করেছিল বক্স অফিসে। পাশাপাশি সালমান খানের অভিনয় প্রশংসিত হয়েছিল । আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সালমান খানের আরও একটি নতুন ছবি দাবাং ৩। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দাবাং ৩ হিট গান মুন্না বদনাম হুয়া। এই গানে সলমন খানের পাশাপাশি ‘মুন্নি’র সঙ্গে নাচতে দেখা যাবে প্রভুদেবাকেও। দবং ৩ এই ছবি হিট করবে বক্স অফিসে  তা নিয়ে আশাবাদী সালমান খান ভক্তরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট