সালমান খান ও প্রভু দেবার নাচের যুগলবন্দী দেখা গেল দাবাং ৩ এর গানে


রবিবার,০১/১২/২০১৯
1102

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দাবাং ৩ হিট গান “মুন্না বদনাম হুয়া”। এছাড়া এই ছবির গানে নাচে পা মেলাতে দেখা গেল সালমান খান ও প্রভু দেবাকে। স্বাভাবিক ভাবে বছর শেষে দর্শকদের জন্য রয়েছে নানা চমক এই ছবিতে। এছাড়া এই গান প্রকাশিত হওয়ার পর হিট হয়েছে ইতিমধ্যেই। ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি।  এই ছবি ঘিরে উন্মাদনার পারদ চরছে সালমান ভক্তদের মধ্যে।

এই ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে , সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর, কিচা সুদীপ, আরবাজ খান-দের। দবং ৩-তে ডেবিউ করবেন অভিনেতা সঞ্জয় মঞ্জেকরের মেয়ে সাই মঞ্জরেকর। তবে ছবির মূল নায়িকা হিসাবে সোনাক্ষী সিন্‌হাই থাকছেন। সাইকে দেখা যাবে চুলবুল পাণ্ডের প্রিক্যুয়েলে। প্রেক্ষাগৃহে দাবাং ঝড় আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট