কলকাতাঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহে পারদ নামার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীতের আমেজ আবার গায়ে মাখবে শীতপ্রেমীরা। আবহাওয়া দপ্তর সুত্রের খবর পশ্চিমি ঝঞ্জার জন্য শীতের অনুপ্রবেশ ঘটতে বিলম্ব হচ্ছে এই রাজ্যে। তবে শীত প্রেমীদের জন্য সুখবর আগামী সপ্তাহে পারদ নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ কোথাও কোথাও ১৫ ডিগ্রিতেও নেমেছে। আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। নভেম্বর মাস পেরিয়ে গেলেও সেভাবে শীতের আমেজ পায়নি শহরবাসী।
সাধারনত নভেম্বরের শেষ ও ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের দাপুটে ইনিংস লক্ষ্যে করা যায়। তবে এই বছর নভেম্বর চলে গেলেও শীত এর দেখা মিলল না। পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীতের আমেজ আপাতত অধরা। শীত মানেই উত্তরে হাওয়া, শীত মানেই কুয়াশা ভেজা ভোর। আবহাওয়া দপ্তর সুত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহে পারদ নামার সম্ভাবনা রয়েছে । তবে এখনও আবহাওয়া দপ্তর হলফ করে বলতে পারছে না কবে শীত আসবে।