কলকাতাঃ শহর কলকাতার গাড়ির দূষণ নিয়ন্ত্রন হচ্ছে না কিছুতেই।দিন দিন দূষণের মাত্রা কার্যত সীমানা ছাড়িয়ে যাচ্ছে শহর কলকাতায়। এই দূষণের জেরে সাধারন মানুষের দুর্ভোগ অব্যাহত। কলকাতার ই এম বাইপাস সংলগ্ন অঞ্চলে দূষণের মাত্রা অনেকটাই বেশি। ভিক্টোরিয়া, বালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর চত্বর জুড়ে দূষণের মাত্রা ছাড়িয়েছে অনেকখানি। শীতের শুরুতেই শহরে দূষণের মাত্রা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। যার জেরে হয়রানির শিকার হচ্ছেন শহরবাসী। শহরের দূষণের প্রভাবে শ্বাসকষ্ট বাড়ছে শিশুদের। রাজ্যের হাসপাতাল গুলিতে শ্বাসকষ্ট নিয়ে শিশুভর্তির সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে দিনদিন। শীতের শুরুতেই শহরের বুকে দূষণের মাত্রা ছাড়িয়েছে অনেকখানি। দূষণের জেরে শ্বাসকষ্ট বাড়ছে শিশু সহ বৃদ্ধদের।
শীতের শুরুতেই শহরে দূষণ
শনিবার,৩০/১১/২০১৯
771
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---