প্রকাশ্যে এল দেব-পাওলি ছবি সাঁঝবাতির ট্রেলার।


শনিবার,৩০/১১/২০১৯
979

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ প্রকাশ্যে এল দেব-পাওলি অভিনীত সাঁঝবাতির ট্রেলার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পাওলি দাম প্রমুখ। পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল মুখোপাধ্যায় এক ভিন্ন সম্পর্কের কথা বলেছেন  এই ছবিতে। এছাড়া এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে।  ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেবের উপরে সঞ্চালনার ভার দিয়েছিলেন অতনু। এছাড়া এই প্রথমবার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, এর সাথে একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবকে। এক ছক ভাঙা চিত্রনাট্য দিয়ে সাজানো এই ছবি। এক অন্য অনুভূতি, উপলদ্ধি ও অপেক্ষার গল্প দিয়ে সাজানো সাঁঝবাতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট