অ্যাডিলেডে নতুন ইতিহাস রচনা করলেন ওয়ার্নার


শনিবার,৩০/১১/২০১৯
762

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে অ্যাডিলেডের বুকে আরও একবার তাঁর ব্যাট ঝলসে উঠল। সাথে সাথে ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়লেন এই অজি ক্রিকেটার। অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরী করলেন তিনি। এতদিন ব্রাডম্যানের ২৯৯ রান ছিল অ্যাডিলেড টেস্টে সর্বোচ্চ স্কোর এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন তিনি।

 

গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রানসংগ্রহকারী। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এই তারকা ক্রিকেটার। তাঁর ব্যাট একবার ঝলসে উঠলে তা যে প্রতিপক্ষের অন্যতম ভয়ের কারন হয়ে উঠতে পারে তা সবাই জানে। পাকিস্তানের বিরুদ্ধে এদিন অনবদ্য মেজাজে দেখা গেল কিংবদন্তী এই অজি ক্রিকেটারকে। টেস্ট ক্রিকেটে নয়া নজির গড়লেন তিনি। এই টেস্টে তাঁর ব্যাক্তিগত রান ৩৩৫। সব মিলিয়ে অ্যাডিলেডে নতুন ইতিহাস রচনা করলেন ডেভিড ওয়ার্নার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট