রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও- এই দাবিতে শনিবার থেকে শুরু হলো দীর্ঘ 283 কিলোমিটার লংমার্চ। এদিন সকালে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসপের সামনে থেকে এই লংমার্চ যাত্রা শুরু করে। বামপন্থী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আগামী 11 ডিসেম্বর কলকাতায় পৌঁছাবে লংমার্চ। শ্রমিক ও শ্রমজীবী মানুষের স্বার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন। দক্ষিণবঙ্গে এই লংমার্চের পাশাপাশি পৃথক ভাবে উত্তরবঙ্গেও 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে বামপন্থী শ্রমিক সংগঠন গুলি।
কাজ ও মজুরি বাঁচাও- এই দাবিতে শনিবার থেকে শুরু হলো দীর্ঘ 283 কিলোমিটার লংমার্চ
শনিবার,৩০/১১/২০১৯
752