আজ পাহাড়ে আইলিগের অভিযান শুরু করছে মোহনবাগান। আজ তাদের প্রতিপক্ষ আইজল এফসি। রাজীব গান্ধী স্টেডিয়ামেই আজ দুপুর দুটোয় মোহন বাগান আই লিগে তাদের অভিযান শুরু করছে। শক্তির বিচারে খাতায় কলমে এগিয়ে মোহনবাগান।মোহনবাগান কোচ ভিকুনা জানিয়ে দিয়েছেন, তাঁরা একশো শতাংশ লড়াই করার জন্য প্রস্তুত। একদিকে টুর্নামেন্ট শুরু ও অন্যদিকে পাহাড়ে খেলা এই দুটো জিনিস বাদ দিলে আজকের ম্যাচে প্রতিপক্ষের থেকে অনেকগুন এগিয়ে মোহনবাগান। অন্যদিকে পাঁচ বিদেশীকে সামনে রাখে বাজিমাত করতে মরিয়া মোহনবাগান দল।
আজ আইলিগে আইজল-মোহনবাগান
শনিবার,৩০/১১/২০১৯
804
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---