সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গোডাউন থেকে খোঁজ মেলে একটি সুপ্রাচীণ সিন্দুক


শনিবার,৩০/১১/২০১৯
794

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গোডাউন থেকে খোঁজ মেলে একটি সুপ্রাচীণ সিন্দুক । ওই সিন্দুকের মধ্যে কী আছে তা নিয়ে শুরু হয় জল্পনা।শুক্রবার ওই সিন্দুকের চাবি তৈরি করে সিন্দুকটি খোলার চেষ্টা চলে বহুক্ষণ। দীর্ঘ চারঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুকটি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্দুকের মধ্যে থেকে মিলেছে প্রচুর চেক বই, রূপোর মেডেল। রয়েছে সাতটি বন্ধ খামও। “মুক্তকেশী দেবীর উইডো ফান্ড”র একটি কাগজ পাওয়া গিয়েছে সিন্দুকের মধ্যে থেকে। যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় সেই সময় বিধবাদের দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। তাতে ৮ টাকা করে দেওয়া হত বিধবাদের। মিলেছে প্রত্যেকের আঙুলের ছাপ।এ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কার বহু কাগজ। খাতায় লেখা শিক্ষকদের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। রেজিস্টারে নাম ছিল খোদ বিদ্যাসাগরেরও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট