মাঝ রাস্তায়


শুক্রবার,২৯/১১/২০১৯
2380

মাঝ রাস্তায়
এসকেএইচ সৌরভ হালদার

সেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে
আমি হেটে চলেছি
বুড়িগঙ্গার পাশ দিয়ে
ওই পারে ওই ট্রাফিক জ্যাম
আটকে গেছে রাস্তার মাঝে
গাড়ির সাজে সাজে ।

বিকেল পেরিয়ে হয়েছে সন্ধ্যা
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে
বিভিন্ন যানবাহনের ক্রন্দা
দেখতে পেয়েছিলাম ট্রাফিকের আলোয়
তবে সেটা অস্পষ্ট
মধ্যবয়সী এক কন্যা
সেজন্য জ্বলছে সেই
রাস্তার ল্যাম্পপোস্ট আলোর সাথে সাথে

ঝিকঝিক সেই আকাশে তারা
চিকমিক করছে আলো
যেন থেমে গেল এক প্রহারে
একবিন্দু আলো
তাকে আর দেখা পাওয়া গেল না
মাঝ রাস্তার মাঝে।

চারিদিকে জ্বলছে টিপটিপ
খুঁজে চলেছি আমি
মিটমিট করে করে
আমি হাঁটছি অল্প অল্প করে ফুটপাত ধরে
শুধু একলা মনে হৃদয় ধুঁকছে কবিতার ছন্দে ছন্দে
সেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে দেখছি আমি ওই ট্রাফিক জ্যাম কে।
তবে আর খুঁজে পায়নি ওই মধ্যবয়সী নারী কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট