কলকাতাঃ কিছুদিন আগে কিছূটা শীতের আমেজ ছিল শহর সহ জেলা জুড়ে। তবে বেশ কয়েকদিন ধরে সেই আমেজ কিছুটা ফিকে হয়ে গিয়েছে। ক্যালেন্ডারের পাতায় নভেম্বরের যাওয়ার সময় গড়িয়ে এলেও শহরে এখনও পর্যন্ত শীতের দেখা নেই। কবে জাঁকিয়ে পড়বে শীত? এই প্রশ্ন ঘোরাফেরা করছে শীতপ্রেমীদের মনে। শুধু তাই নয় নভেম্বরের শেষ সপ্তাহেও শীতের কোন আভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে শীতের পথে বাঁধা কে? এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের আগমন ঘটতে বিলম্ব হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি মাসে অন্তত শীতের কামড় দেওয়ার সুযোগ নেই। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পরিমান অনেকটাই বেড়েছে। ফলে শীত এর পরিচিত ছবিটাও বদলে গিয়েছে অনেকখানি। ফলে শীতের পরশ পেতে আপাতত আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে শহরবাসীকে।