গত ২২ নভেম্বর রাত ৮ টা নাগাদ আকাশবানীর সামনে, এক উবের চালককে কলকাতা পুলিশের কর্মরত এক ট্রাফিক সার্জেন্ট বেপরোয়া মারধর করেন।
কেবল মারধর নয় অকথ্য ভাষায় গালাগালিও করেন।
উবের চালকের নাম রাহুল। ট্রাফিক সার্জেন্টের হাতে মার খেয়ে চিকিৎসা করাতে হয় রাহুলকে। আক্রান্ত হওয়ার কারনে কাজে বেরোতে পারছেন না ওই ক্যাব চালক।
এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন মহল। KOLKATA OLA UBER APP CAP OPERATOR & DRIVERS UNION (CITU) পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানা ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।
# ট্রাফিক পুলিশের সার্জেন্টের এ কী হম্বিতম্বি………………..
# নিরীহ ক্যাব চালককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর
# হুমকি “তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো”
দেখুন সেই ভিডিয়ো
https://youtu.be/7aPKP4z5_UE