সন্ধ্যায় তাঁকে কলকাতায় আনা হবে ক্ষিতি গোস্বামীর মৃতদেহ


রবিবার,২৪/১১/২০১৯
1133

বামফ্রন্ট আমলের পূর্ত দপ্তরের মন্ত্রী ক্ষিতি গোস্বামী চলে গেলেন। বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির দীর্ঘদিনের রাজ্য সম্পাদক ছিলেন ক্ষিতিবাবু। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন। গলার সমস্যা জনিত কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোররাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে ক্ষিতি গোস্বামী বয়স হয়েছিল ৭৬ বছর। ক্ষিতি গোস্বামীর পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতেই তিনি পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলেন। বুকে ব্যথা হচ্ছে বলে তার স্ত্রীকে জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। ক্ষিতি গোস্বামী মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। একজন বামপন্থী নেতা হিসাবে নয়, দল-মত নির্বিশেষে রাজ্যের রাজ্যবাসীর কাছে তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন। সদা মিষ্টভাষী মানুষটির এইভাবে হঠাৎ চলে যাওয়ায় গভীর শোকের ছায়া বাংলার রাজনৈতিক মহলে।

আর এস পি নেতা মনোজ ভট্টাচার্য জানালেন, চেন্নাইতে চিকিৎসক করাতে গিয়েছিলেন ক্ষিতিদা।হাসপাতাল থেকে ছেড়েও দিয়েছিল। আগামী কাল ফেরার ছিল। চেন্নাইতেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। আজ সন্ধ্যায় তাঁকে কলকাতায় আনা হবে। তারপর পরবর্তী কার্যক্রম স্থির হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট